অসটিওমালাইটিস (Osteomyelitis)

মুখমন্ডলের চোয়ালের একটি সংক্রমণ

অসটিওমালাইটিস একটি হাড়ের সংক্রমণ যা মুখমন্ডলের নিচের (ম্যান্ডিবল) চোয়ালাকে বেশী আক্রান্ত করে। এই রােগ সাধারণতঃ মুখমন্ডলের বিভিন্ন রোগের জটিলতার কারণে সৃষ্টি হয়।

এই রােগ সাধারণতঃ যে সব লক্ষণ দেখা যায়ঃ

* চোয়ালে প্রচন্ড ব্যথা অনুভূত হতে পারে।

* মুখ ফুলে যেতে পারে যা শক্ত অনুভূত হয়।

*এটি সাধারণতঃ বয়স্কদের বেশী হয়ে থাকে।

*দাঁতের মাড়ি লাল, ফুলা ও চাপ দিলে ব্যথা অনুভূত হয়।

*সংশ্লিষ্ট দাঁতে চাপ দিলে ব্যথা হয় ও নড়বড়েও হতে পারে।

*মুখ হা করতে এবং কিছু চিবিয়ে খেতে কষ্ট হয়।

* নিচের ঠোঁট অবশ বোধ হতে পারে।

*গায়ে জ্বর থাকতে পারে।

*উপরের অবস্থাগুলাে চলতে থাকলে এক সময় মুখের চামড়া ফুটা হয়ে পুঁজ বের হতে থাকে। এই অবস্থায় ব্যথা কম হলেও সংক্রমন রয়ে যায় এবং হাড়ের আক্রান্তের পরিমাণ বাড়তে থাকে।

যে যে কারণে অসটিওমালাইটিস হতে পারেঃ

দাঁতে গর্ত হওয়া বা আঘাতের কারণে বা অন্য কোন কারণে দাঁতের মূলের অগ্রভাগের চতুর্দিকের হাড়ে সংক্রমণ থেকে এই রোগ হতে পারে।

দুই দাঁতের মাঝে সংক্রমণ থেকে

মুখমন্ডলের চোয়াল ভাঙ্গলে এবং ভাঙ্গা অংশের সময় মত চিকিৎসা না করালে

দাঁতের মাড়ির রোগ থেকে

আক্কেল দাঁতের উপরস্থ টিস্যুর সংক্রমণ থেকে

দাঁত তোলার পর সৃষ্ট গর্তে সংক্রমনের ফলে

এই রোগ হলে যে সব চিকিৎসা দেওয়া হয়ঃ

*পুঁজ বের করে নেয়ার ব্যবস্থা করা হয়

* এন্টিবায়োটিক ঔষধ প্রয়োগ করা হয়

* যে স্থানটি সংক্রামিত হয়েছে তা স্থানীয় অবশকরণ বা সম্পূর্ণ অবশকরণের মাধ্যমে পরিষ্কার করা হয়

* এই রোগের ফলে সংক্রামিত অংশে ছোট ছোট হাঁড়ের মৃত টুকরা থাকে তাও বের করে নেয়া হয়

* যে কারণে সংক্রমণ হয়েছে তা দূর করা হয়

এই রোগের ফলে যে সমস্ত জটিলতা সৃষ্টি হতে পারেঃ

 মুখমন্ডলের হাঁড় ক্ষয় হয়ে যাওয়ার ফলে মুখ চাপিয়ে যেতে পারে

 নিচের ঠোঁট অবশ হয়ে যেতে পারে

 মুখমন্ডলের হাড় ভেঙ্গে যেতে পারে যা পরিবর্তিতে আরো জটিল রোগের সৃষ্টি করে

 সংক্রমণ ছড়িয়ে সেলুলাইটিস, সেপটিসেমিয়া ইত্যাদি রোগের সৃষ্টি হতে পারে

এই রোগ প্রতিরোধের উপায়ঃ

 দাঁতে ক্যারিজ বা গর্ত হলে তার চিকিৎসা করে নেয়া

 দাঁত ভেঙ্গে গেলে তার প্রয়োজনীয় চিকিৎসা করে নেয়া অথবা ফেলে দেয়া

 আক্কেল দাঁতে সংক্রমণ হলে অনতিবিলম্বে তার যথাযথ চিকিৎসা করে নেয়া

 আঘাত জনিত কারণে চোয়াল ভাঙ্গলে তার সুনির্দিষ্ট চিকিৎসা করে নেয়া

 দাঁতের মাড়ি ফুলা মনে হলে বা ব্যথা হলে দন্ত চিকিৎসকের পরামর্শ নেয়া

যেহেতু অসটিওমালাইটিস অধিকাংশক্ষেত্রে মুখমন্ডলের বিভিন্ন রোগের সময়মত চিকিৎসা না করানাের জন্য হয়ে থাকে তাই এই রোগ প্রতিরোধে শুধুমাত্র সদিচ্ছাই অনেক ক্ষেত্রে যথেষ্ট।

  • Call us: 01611-606095
    Others: 01819-208670
  • Click to Chat
    Scroll to Top