অনেকেই দাঁতের সমস্যাকে গুরুত্ব দেন না এবং দাঁতের সমস্যাগুলোকে ক্ষণস্থায়ী মনে করেন। কিন্তু সঠিক সময়ে চিকিৎসা না হলে সমস্যাগুলো ভবিষ্যতে গুরুতর আকার ধারণ করতে পারে। দাঁত এবং মুখের ভেতর নানা সমস্যা হতে পারে, যার মধ্যে দন্তক্ষয় বা ডেন্টাল ক্যারিজ, মাড়ির রোগ বা পেরিওডেন্টাল ডিজিজ, মুখের ক্ষত বা ঘা, আঁকাবাঁকা দাঁত, মুখের ক্যান্সার ইত্যাদি। এসব রোগ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে সঠিক চিকিৎসা করলে বেশির ভাগ রোগীই ভালো হয়ে যায়। দাঁত কিংবা মুখের ভেতরের রোগসমূহের চিকিৎসা করতে পারেন কেবলমাত্র একজন ডেন্টিস্ট। একজন ডেন্টিস্ট রোগীর দাঁত, মাড়ি, চোয়াল ও মুখের ক্ষয় এবং অন্যান্য রোগ নির্ণয় ও নিরাময়ের জন্য পরামর্শ, পরীক্ষা, অস্ত্রোপচার ও খাদ্যতালিকা তৈরির কাজ করে থাকেন।
দাঁতের চিকিৎসা অনেক ব্যয়বহুল মনে করে অনেকে চিকিৎসা নেয়া থেকে বিরত থাকেন। আবার অনেকে নিকটস্থ ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ খেয়ে রোগটিকে বয়ে বেড়ান। এতে দাঁতের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়ে যায়। সঠিক সময়ে একজন অভিজ্ঞ ডেন্টিস্টের শরণাপন্ন হলে দাঁত এবং মুখের রোগগুলোর থেকে সহজেই মুক্তি মেলে।
আপনার দাঁতের সমস্যাকে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার দাঁতের সুস্বাস্থ্য নিশ্চিত করুন।