ডেন্টাল ইমপ্লান্ট – অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন

দাঁত মানুষের শরীরের এমন একটি অঙ্গ যার সুস্থতার সাথে শরীরের অন্যান্য অঙ্গসমুহের সুস্থতা জড়িত। এই দাঁত নিয়েই অনেককে নানান রকম ভোগান্তিতে পড়তে হয়।
বিভিন্ন কারণে অনেকের দাঁত পড়ে যেতে পারে। দুর্ঘটনা জনিত কারন , দাঁতের ক্যারিজ হওয়া অথবা দন্তঃক্ষয় রোগ উল্লেখযোগ্য।
যার ফলে চিবিয়ে খাওয়া যায় না, খাওয়ার আনন্দও পাওয়া যায় না। দাঁত না থাকলে সুন্দর্য ব্যাহত হয় নিসশ্নন্দেহে, তাই দাঁত প্রতিস্থাপন জরুরী হয়ে পরে।

দাতে প্রতিস্থাপনে বিভিন্ন পদ্ধতি হলো –

বাধানো (রিমুভেবল প্রোসথেসিস) –
এটি প্রতিদিন খুলে পরিষ্কার করতে হয়। প্রতিদিন খোলা ও পড়ার জন্য পাশের দাঁতও ক্ষতিগ্রস্থ হোয়ার সম্ভাবনা থাকে।

ডেন্টাল ব্রিজঃ
এই পদ্ধদিতে প্লেটে দাঁত লাগিয়ে মুখের মধ্যে প্রতিস্থাপন করা হয়। মুখের ভেতর অন্য একটি বস্তু রাখা যে কারো জন্যই বেশ অস্বস্তিকর। এর আবার অনেক যত্নও করতে হয়।

ফিক্সড ব্রিজ ফিক্সড প্রসথোডনটিক্স পদ্ধতিঃ
এই পদ্ধতিতে যে দাঁতটি পড়ে গেছে সেটিকে পাশের দাঁতের সঙ্গে যুক্ত করা হয়। পাশের দাঁত কেটে সেখানে ক্যাপ করে ডেন্টাল ব্রিজ করা হয় এতে পাশের ২ ব তদোধইক দাঁত কাটার প্রয়োজন হয়। অনেক সময় রুট ক্যানাল থেরাপিরও প্রয়োজন হয়।

ডেইন্টসাল ইমপ্লান্টঃ
এটি একটি স্থায়ী ও আধুনিক পদ্ধতি। ডেন্টাল ইমপ্লান্ট পদ্ধদিতে পাশের দাঁত না কেটে শুধুমাত্র যেখানে দাঁত নেই ঐ স্থানে চোয়ালের হাড়ের ভিতর ডেন্টাল ইমপ্ল্যান্ট দেয়া হয়। যার উপরে পরবর্তী সময়ে ক্যাপ করে দাঁতের স্বাভাবিক আকার ফিরিয়ে আনা সম্ভব। আপনার কোন দাঁত ভেঙ্গে গেলে, পড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে ডেন্টাল ইমপ্লান্ট’ই আপনার জন্য নিরাপদ পদ্ধতি।

  • Call us: 01611-606095
    Others: 01819-208670
  • Click to Chat
    Scroll to Top