হেপাটাইটিস-বি ভাইরাসঃ দাঁতের রোগীর আতংক

হেপাটাইটিস-বি ভাইরাসের নাম শুনলেই আঁতকে উঠে সবাই। কারণ এর সংক্রমণের ফলে ধীরে ধীরে মানবদেহের লিভার নষ্ট হয়ে যেতে পারে এবং যে কোন বয়সের মানুষের মৃত্যুর কারণ হতে পারে। কারো শরীরে এই ভাইরাস থাকলে রক্ত পরীক্ষা করে তা বুঝা যায়। তখন বলা হয় হেপাটাইটিস-বি পজিটিভ; আর না থাকলে বলা হয় হেপাটাইটিস-বি নেগেটিভ। এই ভাইরাসের সহজ বিস্তার ও টিকে থাকার ক্ষমতা এবং জীবন ধ্বংসী কার্যকারিতার জন্য চিকিৎসার শাস্ত্রে এটিকে অধিকতর গুরুত্ব দেয়া হয়। বিভিন্ন পর্যবেক্ষণে দেখা গেছে, সুই ও অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে এই ভাইরাস সংক্রমণের হার এইডস ভাইরাসের তুলনায়ও বেশি। একবার এই ভাইরাস মানব দেহে প্রবেশ করলে এটিকে শরীর থেকে দ্রুত বিলুপ্ত করার তেমন কোন কার্যকর চিকিৎসাও নেই। বিভিন্ন ভাবে মানব দেহে এই ভাইরাস সংক্রমণ হতে পারে। আলোচ্য অংশে শুধু মাত্র মুখ ও দন্তরোগ চিকিৎসা করাচ্ছেন বা করাবেন তাদের বিষয়ে কিছুটা আলোকপাত করা হচ্ছে।

হেপাটাইটিস-বি ভাইরাস যে ভাবে ছড়ায়ঃ

🔵 ভাইরাস বহনকারী ব্যক্তি থেকে-কোন ব্যক্তি ভাইরাসবহন করছে কিনা তা রক্ত পরীক্ষা করা ছাড়া বুঝা যায় না। লিভার আক্রান্ত না করেও কোন ব্যক্তির শরীরে ভাইরাস অবস্থান করতে পারে।
🔵 ভাইরাস বহনকারী ব্যক্তির রক্ত, লালা ইত্যাদি শরীরের অভ্যন্তরীণ তরল পদার্থ থেকে।
🔵 সংক্রমিত ব্যক্তির অতি সামান্য পরিমাণ রক্তের অংশও যদি অন্য কারো শরীরে প্রবেশ করে তাতেও জীবাণু সংক্রমিত হতে পারে
🔵সংক্রমিত ব্যক্তির জন্য ব্যবহৃত যন্ত্রপাতি যা রক্ত, লালা ইত্যাদির সংস্পর্শে এসেছে তা থেকেও ছড়াতে পারে।

আপনি যদি এই ভাইরাস বহনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের নিকট প্রথমে তা উল্লেখ করবেন, যাতে করে আপনার চিকিৎসার ব্যাপারে দন্ত চিকিৎসক বিশেষ সতর্কতা অবলম্বন করতে পারেন। যেহেতু হেপাটাইটিস-বি। ভাইরাস সহজে ছড়ায় এবং মানব দেহ ছাড়াও পারিপার্শ্বিক বস্তু সমূহে অবস্থান করতে সক্ষম তাই একজন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ এই ভাইরাসের বিস্তার রোধে যে ব্যবস্থা সমূহ গ্রহন করেনঃ

🔵 প্রত্যেক দন্তরোগীকে ভাইরাস বহনকারী হিসাবে সন্দেহ করে থাকেন।
🔵 যত বেশি সম্ভব একবার ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ব্যবহার করেন।
🔵 অন্যান্য যন্ত্রপাতি অটোক্লেভ এর সাহায্যে জীবাণু মুক্ত করে নেন।
🔵 দন্ত চিকিৎসক নিজেই হেপাটাইটিস-বি ভাইরাস প্রতিরোধকারী টিকা নিয়ে থাকেন, যাতে করে তিনি এই ভাইরাসের বহনকারী না হন।

যেহেতু হেপাটাইটিস-বি ভাইরাস জীবন ধ্বংসকারী লিভার রোগের সৃষ্টি করতে পারে তাই সবারই হেপাটাইটিস-বি ভাইরাস টিকা নেয়া উচিৎ। এতেকরে মুখ ও দন্তরোগ চিকিৎসক যেমন আপনাকে জীবাণু সংক্রমণ থেকে রক্ষা করার বিভিন্ন পদ্ধতি ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন তেমনি আপনি নিজেও আপনাকে সংক্রমণ থেকে রক্ষা করার শক্তি গড়ে তুলতে পারেন। সুস্থ্য দেহমনকে অক্ষুন্ন রেখে সুন্দর হাসি নিয়ে যেতে পারেন মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞের কাছ থেকে।

  • Call us: 01611-606095
    Others: 01819-208670
  • Click to Chat
    Scroll to Top