বন্ধুদের সাথে চুটিয়ে গল্প করছেন, হাই তুলে হাসছেন হঠাৎ আপনার হাসি থেমে গেল। সেই যে হা-হা করে হাসছিলেন ঐ অবস্থাতেই রয়ে গেল মুখের হা।আপনি আকার ইঙ্গিতে বন্ধুদের বুঝানোর চেষ্টা করছেন মুখ বন্ধ করতে না পারার কথা অবশেষে বন্ধুরা ব্যাপারটা বুঝল। আড্ডার পালা শেষ, শুরু হলাে আপনাকে নিয়ে ছুটাছুটি। কোথায় কোন ডাক্তারের কাছে যাবেন কিংকর্তব্যবিমূঢ় সবই। এই যে হঠাৎ মুখের হা আটকে যাওয়া এটি শুধু হাসতে গিয়ে নয় বিভিন্ন অবস্থায় হতে পারে যেমনঃ
✅বড় হা করে অট্টহাসি করলে-যা উপরে উল্লেখ করেছি
✅হাই তোলার সময়
✅বিভিন্ন রকম মুখ ও দন্ডরােগ চিকিৎসার সময় যখন বড় করে মুখ খোলার দরকার হয়
✅অস্ত্রোপচারের জন্য সম্পূর্ণ অবশকরণের সময় জোর করে হা করানোর দরকার হয় এই সময় মুখের হা আটকে যেতে পারে
✅গলায় টনসিল অপারেশনের সময় অনেকক্ষণ হা বড় করে রাখলে
কি কারণে হা আটকে যায়ঃ
আমরা কথা বলার সময় বা খাবারের সময় মুখমন্ডলের হাড় গুলির মধ্যে শুধুমাত্র নিচের চোয়ালই (ম্যানডিবল) নাড়াতে পারি । নিচের চোয়ালের উপরের দিকে একটি ছোট গোলাকার অংশ (কনডাইলার হ্যাড) মস্তিষ্কের হাড়ের এক গর্ত আকৃতি অংশে (গ্নিনযড়ে ফোশা) গিয়ে মিলিত হয় যা টেমপোরম্যান্ডিবুলার জয়েন্ট নামে পরিচিত। এখানে নিচের চোয়াল নড়াচড়ার জন্য নির্দিষ্ট পদ্ধতি ও গতিপথ রয়েছে। কোন কারণে এতে ব্যাঘাত সৃষ্টি হলে নিচের চোয়ালের অংশ মস্তিষ্কের হাড়ের সাথে আটকে যেতে পারে। এই আটকে যাওয়া মুখের একদিকে অথবা উভয় দিকে হতে পারে। এই সময় মুখমন্ডলের মাংসপেশীর হঠাৎ সংকোচনের ফলে নিচের চোয়াল ঐ আটকা অবস্থায় রয়ে যেতে পারে। তখনই মুখ বন্ধ করা আর সম্ভব হয় না। এটিকে চিকিৎসা শাস্ত্রে বলা হয় ডিসলোকেশন বা লাক্সেশন অব টেমপোরম্যান্ডিবুলার জয়েন্ট।
এই অবস্থায় করণীয়ঃ
✅জোর করে মুখ বন্ধ করানোর চেষ্টা করবেন না এতে নিচের চোয়ালের মস্তিষ্ক সংলগ্ন অংশ (কনডাইলার হ্যাড) ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাসহ কি বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে।
✅ অনতিবিলম্বে মুখ ও দন্ডরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
✅কোন বিশেষ জটিলতা না থাকলে দন্ত চিকিৎসক নিজেই আপনার নিচের চোয়াল পূর্বাবস্থায় এনে দেবেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেবেন।
✅কোন জটিলতা থাকলে তিনি আপনাকে মুখ ও দন্ডরোগের এক বিশেষ শাখা ম্যাক্সিলফেশিয়াল সার্জারী বিশেষজ্ঞের নিকট পাঠাবেন।
মুখের হা আটকে যাওয়া একটি আকস্মিক ব্যাপার। তবে অনেকের ক্ষেত্রে এটি বার বারও হতে পারে। কিছুটা বড় করে হা হলেই আটকে যায়। এক্ষেত্রে পরিবারের কোন সদস্য মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞের কাছ থেকে আটকে যাওয়া চোয়াল পূর্বাবস্থায় ফিরিয়ে আনার পদ্ধতি শিখে নিয়ে খুবই সতর্কতার সাথে তা প্রয়োগ করতে পারে ।
এক্ষেত্রে যা করা হয়ঃ
✅ নিচের চোয়ালের পিছনের দাঁতগুলোর উপর বুড়ো আঙ্গুলের সাহায্যে নিচের দিকে চাপ দিতে হয়।
✅ অন্যান্য আঙ্গুলগুলা দিয়ে থুতনীকে উপরের দিকে চাপ দিতে হয়
✅ উপরের দুটি কাজ একই সাথে করার সময় সম্পূর্ণ নিচের চোয়ালটিকে পিছনের দিকে ঠেলা দিয়ে রাখতে হয় এবং সাথে সাথে চোয়াল তার নড়ে যাওয়া স্থান থেকে পূর্বাবস্থায় ফিরিয়ে আসবে এবং রােগী মুখ বন্ধ করতে সক্ষম হবে।
এই পদ্ধতিটি প্রয়োগ করার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন এবং কোন অবস্থায় অতিরিক্ত চাপ দেয়া যাবে না। বার বার হা আটকে যাওয়ার ঘটনা ঘটলে অবশ্যই ম্যাক্সিলফেশিয়াল সার্জন-এর পরামর্শ নেবেন। তিনি প্রয়োজনীয় চিকিৎসা বা অস্ত্রোপচারের মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন।