সড়ক দুর্ঘটনা বর্তমানে বেশ উদ্বেগজনক একটি সমস্যা যা খুব ঘন ঘন হচ্ছে। সড়ক দুর্ঘটনার কারণে অনেকে অকালে প্রাণ হারাচ্ছেন আবার অনেকে আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে নানান জতিলতায় ভুগছেন। যেহেতু মুখের হাড় সামনে থাকে তাই সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি আঘাত পাওয়ার প্রবণতা থাকে মুখের হাড়ে । মুখের হাড়ে প্রবলভাবে আঘাত পেলে হাড় অনেক সময় ভেঙে যেতে পারে। চোখ থেকে শুরু করে কপাল, নাক, নিচের চোয়াল, ওপরের চোয়ালের হাড় ভেঙে যেতে পারে দুর্ঘটনায়। শুধু সড়ক দুর্ঘটনাতেই নয়, আরও অনেক কারণে আঘাতপ্রাপ্ত হয়ে মুখের হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে। বাচ্চারা অনেকসময় খেলতে গিয়েও মুখের হাড়ে আঘাত পায়।
এই ধরনের সমস্যার চিকিৎসার জন্য বেশিরভাগ সময়েই দ্রুত সার্জারির প্রয়োজন হয়। অতি দ্রুত সঠিক চিকিৎসা নিশ্চিত করতে না পারলে মুখের হাড়ের অসমতা, ইনফেকশন এমনকি মস্তিষ্কে জটিলতা দেখা দিতে পারে। সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে চিকিৎসা করলে মুখের হাড়কে পূর্বের ন্যায় করে তোলা সম্ভব। এই ধরনের রোগীর সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেন একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন। কেবলমাত্র একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জনই দাঁত সম্পর্কে এবং মুখের হাড় সম্পর্কে সঠিক ধারণা রাখেন। দাঁতের সাথে মিলিয়ে মুখের হাড়ের চিকিৎসা না করলে পরিপূর্ণ চিকিৎসা হয় না এবং ভবিষ্যতে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হতে পারে এমনকি রোগীর খাবার খেতে অসুবিধা হতে পারে এবং জয়েন্টে ব্যথা হতে পারে।
মুখের হাড়ে আঘাত জনিত সমস্যার সম্মুখিন হলে দেরি না করে অতি দ্রুত একজন অভিজ্ঞ ম্যাক্সিলোফেসিয়াল সার্জন এর শরণাপন্ন হউন।